স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
রাজধানীর রামপুরার বনশ্রীতে দুই শিশু সন্তান হত্যার দায়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন মা মাহফুজা। রবিবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবীর আদালতে তিনি এই স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।
রিমান্ড চলাকালে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক লোকমান হেকিম তাকে আদালতে হাজির করেন।
তিনি জানান, রিমান্ডে মাহফুজা আগের মতোই দুই সন্তানকে হত্যার দায় স্বীকার করেছেন। পাশাপাশি তিনি হত্যার কারণ হিসেবে তাদের পড়ালেখা নিয়ে দুশ্চিন্তার কথা উল্লেখ করেন।
গত ২৯ ফেব্রুয়ারি বনশ্রীর বি-ব্লকের একটি বাসায় মাহফুজা মালেকের দুই সন্তান নুসরাত আমান (১২) ও আলভী আমানের (৬) মৃত্যু হয়। অরণী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণী এবং তার ভাই আলভী হলি ক্রিসেন্ট স্কুলের নার্সারি শ্রেণীর শিক্ষার্থী ছিল।
মৃত্যুর পর স্বজনেরা বলেন, স্থানীয় একটি চায়নিজ রেস্তোরাঁর খাবার খেয়ে তাদের মৃত্যু হয়েছে। পরদিন ময়নাতদন্তে হত্যার আলামত পাওয়া যায়।
৩ মার্চ র্যাব দাবি করে, তাদের জিজ্ঞাসাবাদে মাহফুজা মালেক সন্তান হত্যার দায় স্বীকার করেছেন। ওই দিন রাতেই মাহফুজাকে একমাত্র আসামি করে দুই সন্তানের বাবা আমান উল্লাহ রামপুরা থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার পরদিন রামপুরা থানার পুলিশ তাকে ৫ দিনের রিমান্ডে নেয়। রিমান্ডে পুলিশ সন্তোষজনক তথ্য না পাওয়ায় ৯ মার্চ আলোচিত মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়।