বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয়মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানা এ রায় দেন। এসময় আসামিরা অনুপস্থিত ছিল।
দণ্ডিতরা হলেন পটুয়াখালীর ঝাউফলের কালিমান্তি গ্রামের আবুল হাওয়ালাদারের ছেলে সুমন হাওলাদার ও একই জেলার হিজলা থানার চরকিল্লা গ্রামের আব্দুর রশিদ সরদারের ছেলে সাহাব উদ্দিন সরদার।
নারায়ণগঞ্জ জেলা আদালতের এপিপি জাসমিন আহমেদ জানান, ২০০৯ সালের ২৯ নভেম্বর সদর উপজেলার ফতুল্লার সাইনবোর্ড এলাকা থেকে ২৬৮ বোতল ফেনসিডিলসহ সুমন ও সাহাবউদ্দিনকে আটক করে র্যাব। এ ঘটনায় র্যাব ফতুল্লা মডেল থানায় মামলা করে। আসামিরা জামিন পেয়ে পালিয়ে যায়।