বিজয় বার্তা২৪ ডটকমঃ
বনানীর দুই তরুণী ধর্ষণ মামলার আসামি সাফাত আহমেদের গাড়িচালক বেল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলীকে আজ দুপুরে আদালতে তোলা হবে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ডে নেয়ার আবেদন জানাবে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার সন্ধ্যায় রাজধানীর নবাবপুর ও উত্তরায় আলাদা অভিযান চালিয়ে বেল্লাল হোসেন ও রহমত আলীকে গ্রেপ্তার করে র্যাব ও পুলিশ। মামলার সবশেষ আসামি নাঈম আশরাফ ওরফে আবদুল হালিম এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
গত ২৮ মার্চ রাজধানীর দ্য রেইনট্রি হোটেলে ধর্ষণের অভিযোগে মামলা করেন বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। প্রধান আসামি শাফাত আহমেদ ও তার বন্ধু সাদমান সাকিফকে সিলেট থেকে গত বৃহস্পতিবার গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।