বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ গাউছিয়া মার্কেটের কাঁচাবাজারের আগুন ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কেউ হতাহত খবর পাওয়া যায়নি।
রবিবার (২৪ মার্চ) সকাল ৫টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাউছিয়া মার্কেটের কাঁচাবাজার অংশে রাত সাড়ে ৩ টার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে, রাত পৌনে ৪ টার দিকে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এসে কাজ শুরু করে। এ সময় রূপগঞ্জের কাঞ্চন, আড়াইহাজার, আদমজি ইপিজেড ও ডেমরা স্টেশনের ৮টি ইউনিট একে একে যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। পরে ভোর পৌনে ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় প্রায় শতাধিক দোকান পুড়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক ফখর উদ্দিন আহমেদ বলেন, আমাদের ৮টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক ও ইনসিডেন্ট কমান্ডার মো. ছালেহ উদ্দিন বলেন, এটি একটি কাঁচাবাজরের মার্কেট ছিল। এখানে নানা রকমের দোকান ছিল। রাত পৌনে ৪টা থেকে পৌনে ৬টা পর্যন্ত কাজ করে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে। আগুন বাড়ার কোন সম্ভাবনা নেই। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্ত করে বলা সম্ভব হবে।