নারায়ণগঞ্জর,বিজয় বার্তা ২৪
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, নারায়ণগঞ্জের জজ কোর্ট ও ম্যাজিস্ট্রেট কোর্ট একসাথে করার বিষয়টি অতি শ্রীঘ্রই জানানো হবে। দুই কোর্ট এক করার আপনাদের দাবি বাস্তবায়নে সকল সমস্যা উপেক্ষা করে আমি সমাধান করবো। আইনজীবীদের দুটি কোর্টের সমস্যার বিষয়ে আমি প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে আমার যা করনীয় আমি করবো।
মঙ্গলাবার রাতে নারায়ণগঞ্জ ক্লাবের শীতলক্ষা মিলনায়তনে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক-২০১৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আনিসুর রহমান দিপু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ- ৪ আসনের সাংসদ একে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ -১ আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী, বীর প্রতিক, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হোসনে আরা বাবলী, আইন ও বিচার বিষয়ক মন্ত্রনালয় সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান অ্যাড. কাজী মো. নজিবুল্লাহ্ হিরু, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট না’গঞ্জ সহিদুল ইসলাম প্রমূখ।
মন্ত্রী আরো বলেন, আপনারা এই ১২শ আইনজীবীর ভোটে নির্বাচিত হয়েছেন।তাই আপনারা কমিটির নেতারা প্রতিটি আইনজীবীদের সেবায় কুন্ঠিত হবেন না। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। কিছু কিছু দল আইন শাসন চায়না। কিন্তু এই সরকার তাদের ষড়ডন্ত্র প্রতিহত করে আইন শাসন প্রতিষ্ঠা করেছে।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. হাসান ফেরদৌস জুয়েলের সঞ্চালনায় এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা, নারায়ণগঞ্জ আদালতের পিপি অ্যাড. এসএম ওয়াজেদ আলী খোকন, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্ত, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফ, আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মুহাম্মদ মোহসীন মিয়া, কোষাধ্যক্ষ অ্যাড. সোহেল মিঞা, লাইব্রেরী বিষয়ক অ্যাড. আল মামুন ভুইয়া, আইন মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাড. সোহেল আজাদ, সমাজ সেবা বিষয়ক সম্পাদক অ্যাড. শরীফ হোসেন, ক্রীড়া সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম তালুকদারসহ আইনজীবী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় হাসান ফেরদৌস জুয়েল মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে নারায়ণগঞ্জ জজ কোর্ট ও ম্যাজিস্ট্রেট কোর্ট একসাথে করার আহ্বান জানান। দুই কোর্ট একসাথে না হলে নারায়ণগঞ্জের ১২শ আইনজীবী সমস্যা পড়তে হবে। সকল কোর্ট একসাথে করে নারায়ণগঞ্জের আইনজীবীদের সাহায্য করার আবেদন করেন। যেখানে ১২ হাজার মামলা রয়েছে।র এখানে মামলার অনেক সমস্যা রয়েছে। তাই তিন জন সাব জজ এখানে জরুরী। আর আমাদের সকলের দাবি দুটা কোর্ট এক স্থানে করে দেন। আমরা টাকা পয়সা কিছু চাইনা শুধু কোর্ট দুটা এক সাথে করে দেন।