বিজয় বার্তা২৪ নিউজ ডেস্কঃ
ধর্ম মন্ত্রণালয়ের বেঁধে দেয়া সময়ের মধ্যে কোটা পূরণ না হওয়ায় আরও দুইদিন বৃদ্ধি করা হয়েছে হজ নিবন্ধনের সময়।পূর্ব ঘোষণা অনুযায়ী অপূরণকৃত পদ প্রাক নিবন্ধনকৃত অপেক্ষমাণ তালিকা থেকে পূরণ করার জন্য নিবন্ধনের সময়সীমা দুইদিন বৃদ্ধি করেছে ধর্ম মন্ত্রণালয়।আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার প্রাক নিবন্ধনকারী দুই লাখ ২০ হাজার ৬৫৪ ক্রমিক পর্যন্ত নিবন্ধন করতে পারবেন বলে ধর্ম মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়।গতকাল মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (হজ-১) মো. আবুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।বেসরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনের জন্য ধর্ম মন্ত্রণালয়ের বেঁধে দেয়া চূড়ান্ত সময়ের মধ্যে তিন হাজার ৩৫৫টি কোটা পূরণ হয়নি। গাইড ও মোনাজ্জেমের কোটা ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ১৩ হাজার ৯০০ জনের নিবন্ধন করার কথা থাকলেও নিবন্ধন করেন এক লাখ ১০ হাজার ৬০০ জন।চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজ করার অনুমোদন দিয়েছে সৌদি সরকার। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন।