বিজয়বার্তা ২৪ ডট কম
শ্লোগান দিয়ে নয়, দলের দুঃসময়ে যারা রাজপথে আন্দোলন করেছেন তারাই আওয়ামীলীগের কর্মী। দলের নাম ভাঙ্গিয়ে ডিজিটাল নেতা সেজে অনেকে ব্যবসা বানিজ্য করে যাচ্ছেন অথচ দলের কোন কর্মসূচীতে নেই। আবার সেই টাকা দল ও দেশের বিরুদ্ধকারী জঙ্গি নামধারী সন্ত্রাসবাদদের দিচ্ছেন তাদের চিহ্নিত করা হচ্ছে। নারায়ণগঞ্জের মাটিতে ওই ডিজিটাল মোশতাকদের ঠাঁই নেই। শুক্রবার বিকেলে এনসিসি ৮নং ওয়ার্ডে জঙ্গীবাদ সন্ত্রাস বিরোধী কর্মী সভায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শাহ্ নিজাম নেতাকর্মিদের সচতেন ও জঙ্গিবাদ প্রতিহত করতে উদ্ভুদ্ধ করার লক্ষে এ সব কথা বলেন। গোদনাইল ইউনিয়ণ আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারির সভাপতিত্বে কর্মী সভায় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বাবু চন্দন শ্রীল, জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাষ্টার, সিদ্ধিরগঞ্জ থানা থানা আওয়ামীলীগের সহ সভাপতি সাদেকুর রহমান সাদেক, সাধারন সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, থানা শ্রমিক লীগের সভাপতি আব্দুল সামাদ ব্যাপারী, ৮নং ওয়ার্ড যুবলীগ নেতা মহসিন ভূইয়া, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিনসহ সহ¯্রাধীক নেতাকর্মী ও এলাকাবাসী।
তিনি আরো বলেন, মেয়র আইভি হচ্ছে নারায়ণগঞ্জের জঙ্গীরুপধারী সন্ত্রাসীদের আশ্রয-পশ্রয়, মদদ ও অর্থদাতা। এর বহু প্রমান আমরা পেয়েছি। অতীতে আইভি বিএনপি-জামাতের সাথে গোপন বৈঠক করে তাদের সাথে হাত মিলিয়ে মেয়র হয়েছেন। এরপর থেকে বিএনপি- জামাতের সকল কর্মকান্ডকে পশ্রয় দিয়ে যাচ্ছেন। এ সুযোগে তারা নারায়ণগঞ্জে জঙ্গিবাদ-সন্ত্রাসের ঘাটি গড়ার প্রচেষ্টা চালাচ্ছে।
তাই আপনারা পঞ্চায়েত ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলুন। তাহলে জঙ্গি নামধারী সন্ত্রাসবাদ নির্মূল সম্ভব হবে। শুধু সভা-সমাবেশ করে লাভ নেই। সভা-সমাবেশে দেয়া নেতাকর্মীদের নির্দেশিকাকে হৃদয়ে ধারন করে তা বাস্তবায়ণ করতে হবে। নারায়ণগঞ্জের উন্নয়ণের রূপকার, জননেতা শামীম ওসমানের নির্দেশে সকল অপশক্তিদের চিহ্নিত করে তাদের উপড়ে ফেলে দিয়ে উন্নয়ণে নিজেকে নিয়োজিত করতে হবে। তাহলেই জঙ্গিরুপ ধারনকারী সন্ত্রাসীদের পৈশাচিক বর্বর হত্যাজজ্ঞ ও হামলা থেকে দেশ ও নিজেকে রক্ষা করে বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা গড়া সম্ভব হবে। পঞ্চায়েত ভিত্তিক সমাজ ব্যবস্থায় নতুন প্রজ্স্মদের মান্যতা ভিত্তিকভাবে গড়ে তুলুন। তাহলে আর কোনো জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের সৃষ্টি হবেনা।
তাছাড়া আইভি নিজেও উন্নয়ন করেননা শামীম ভাইকে করতেও দেননা। আথচ সিদ্ধিরগঞ্জ হচ্ছে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের ক্যান্টনম্যান্ট, ভোট ব্যাংক, ঘাটি, মুক্তিযোদ্ধাদের ঘাটি। এই সিদ্ধিরগঞ্জে কোন জঙ্গিবাদ, সন্ত্রাসের আস্তান হতে দেয়া যাবেনা। এখানে সকলকে সজাগ থাকতে হবে। যাতে কোন জঙ্গিবাদের উথান এখানে না হয়ে। সিদ্ধিরগঞ্জে আওয়ামীলীগ ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সভা থেকেই জঙ্গিবাদ ও সন্ত্রাস রুখে দাড়াবে।
কোন ষড়যন্ত্রই আমাদের অতিতেও রুখতে পারেনি, আজ ও আগামীতেও পারেবনা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার উন্নয়নের লক্ষ্যে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ভাইকে মেয়র প্রার্থী হিসেবে মনোনিত করেছেন জননেতা উন্নয়নের রুপকার শামীম ওসমান। নারায়ণগঞ্জে যে পরিমান উন্নয়নের কথা ছিল সেই পরিমান উন্নয়ণ হয়নি। বিশেষ করে সিদ্ধিরগঞ্জে উন্নয়নের ছোয়া লেগেছে নাম মাত্র। তিনি নিজেও উন্নয়ণ করেননা শামীম ওসমানকে করতে দেননা। তাই আপনারা শামীম ভাইয়ের হাতকে শক্তিশালী করে সিদ্ধিরগঞ্জের উন্নয়ন করতে
আনোয়ার ভাইকে নির্বাচিত করবেন।