বিজয় বার্তা ২৪ ডট কম
আজ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যোষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সরকারি, বেসরকারি সংস্থা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্তৃক তাঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ এর সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ ও উপজেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সদর এর সকল কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার, সিভিল সার্জন সহ জেলা পর্যায়ের সকল কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা ও সংবাদমাধ্যমের প্রতিনিধিগণ। আলোচনা সভা শেষে এ বিশেষ দিবসটি তাৎপর্যপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ও জেলা প্রশাসন, নারায়নগঞ্জ এর তত্ত্বাবধানে বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে চেক ও গাছের চারা বিতরণ করা হয়।