গাইবান্ধা,বিজয় বার্তা ২৪
ধান কাটা মাড়াই মৌসুমে এবার আবহাওয়া অনুকুলে এবং বৃষ্টি না থাকায় সাদুল্যাপুর উপজেলার কৃষকরা বোরো ধানের বাম্পার ফলন পেয়েছে। সেইসাথে ধান কেটে এবং ধান-চাল ও খড় শুকিয়ে ঘরে তুলতে পেরেছেন তারা। কিন্তু বাজারে ধান-চালের দাম কম থাকায় কৃষকরা বিপাকে পড়েছেন। ধান-চাল বিক্রি করে উৎপাদন খরচও উঠছে না।
গাইবান্ধা সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বুজরুক রসুলপুর গ্রামের কৃষক ছলিম উদ্দিন ও ছাবেদ আলী জানান, মজুরী বৃদ্ধিসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বাড়ার কারণে ও ধানের দাম বৃদ্ধি না পাওয়ায় কৃষকরা লোকসান গুনছেন। তারা আরও জানান, এ বছর তাদের উৎপাদন খরচ হয়েছে মণ প্রতি ৫’শ টাকারও বেশি। স্থানীয় বাজারে নতুন ধান বিক্রি হচ্ছে ৪’শ টাকা দরে। এতে করে প্রতি মণ ধানে ১’শ করে টাকা লোকসান হচ্ছে।
গাইবান্ধা জেলা কৃষি কৃষি বিভাগ সুত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ১ লক্ষ ৯ হাজার ৩’শ ৫৫ হেক্টর জমিতে বোরো চাষাবাদ করা হয়েছে। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও এ বছর বোরো ধানের উৎপাদন আশানুরূপ হয়েছে।