আন্তর্জাতিকডেস্ক,বিজয় বার্তা ২৪
সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে পরপর ভয়াবহ দু’টি বোমা বিস্ফোরণে অন্তত ৪৫ জন নিহত ও ১১০ ব্যক্তি আহত হয়েছেন। বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)’র নাতনি বিবি জয়নাবের মাজারের কাছে রবিবার এ হামলা চালায় তাকফিরি সন্ত্রাসীরা।
সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রথমে একটি বিস্ফোরকভর্তি গাড়ি দিয়ে হামলা চালানো হয় এবং এরপর নিজেদের শরীরে বেধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায় দুই আত্মঘাতী হামলাকারী।
সিরিয়া সরকার এসব বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে বলেছে, যুদ্ধের ময়দানে পরাজিত হয়ে বেসামরিক নাগরিকদের হত্যা করছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।
সামপ্রতিক সময়ে সিরিয়ার সেনাবাহিনী জনপ্রিয় গণবাহিনীর সহায়তায় দায়েশ’সহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর কাছ থেকে বেশ কিছু এলাকা পুনর্দখল করেছে। ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর থেকে রাশিয়ার চালানো বিমান হামলার ছত্রছায়ায় এসব বিজয় অর্জন করে সিরিয়ার সেনাবাহিনী।