বিজয় বার্তা ২৪ ডট কম
মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, আজকে অনেকেই নিজেকে আওয়ামীলীগার দাবি করে। যারা আওয়ামীলীগের বিভিন্ন অনুষ্ঠানে আমাদের পিছনে থেকে ছবি তুলে রাতের আধারে মাদক ব্যবসা পরিচালনা করে। নারায়ণগঞ্জের জননেতা সাংসদ শামীম ওসমান মাদক নির্মূল করতে বিশাল জনসভা করেছেন। সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাদক নির্মূল করতে বলেছেন। তাই দলে লুকিয়ে থাকা মাদক ব্যবসায়ীরা ভাল হয়ে যান। সঠিক রাস্তায় ফিরে আসেন। না হলে কাউকে ছাড় দেওয়া হবে না।সবার প্রথমে আমাদের এই সব জঞ্জাল মুক্ত করতে হবে। তাহলেই নারায়ণগঞ্জ আওয়ামীলীগকে সু সংগঠিত করা সম্ভব। তাই আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গসংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শুক্রবার বিকেলে মহানগর ও জেলা আওয়ামীলীগের কার্যলয়ে যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি বঙ্গবন্ধুর হত্যার স্মৃতিচারণ করে বলেন, ঘাতকরা যখন বঙ্গবন্ধু সহ তা পরিবারের সবাইকে হত্যা করে তখন কেই সাহস করে প্রতিবাদ করেননি। আমিই তখন সাহস করে বঙ্গ্ বন্ধুর হত্যার প্রতিবাদে ঝাপিয়ে পড়েছিলাম।