বিজয় বার্তা ২৪ ডট কম
দলের নেতা-কর্মীদের মধ্যে আসল ও নকলদের চিহ্নিত করা দরকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘দল ক্ষমতায় এলে অনেকে সুবিধা নেওয়ার জন্য সংগঠনে আসবে। তবে এর মধ্যে আসল-নকলদের নিহ্নিত করা দরকার। হাইব্রিডের ভিড়ে যেন আসল ও দুঃসময়ের কর্মীরা হারিয়ে না যায়, সেটা খেয়াল রাখতে হবে।’
রাজধানীর খামার বাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শুক্রবার বিকেলে যুব মহিলা লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘দুঃসময় যখন আসবে, তখন বাতি জ্বলিয়েও হাইব্রিডদের খুঁজে পাওয়া যাবে না।’
ব্যানার-ফেস্টুনে বঙ্গবন্ধুর ছবির পাশে দলীয় নেতা-কর্মীদের নিজের বড় ছবি লাগানোর সমালোচন করে তিনি বলেন, ‘আমি হাইওয়ে দিয়ে যখন যাই, তখন রাস্তার অনেক ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড দেখি। যেখানে নেতাদের চেয়ে বঙ্গবন্ধুর ছবি ছোট করে দেওয়া। এটা দেখে আমার লজ্জা লাগে। কষ্ট পাই।’
ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর পাশে এই হাইব্রিড নেতাদের ছবি প্রদর্শন বন্ধ করে দিতে হবে। ছবি যখন দেবেন, শুধু বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি দেবেন। বঙ্গবন্ধু আমাদের রাজনীতির রোল মডেল, আর শেখ হাসিনা উন্নয়ন ও অর্জনের রোল মডেল। তাই শুধু এই দুজনের ছবি থাকবে।’
সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, ‘এখন দেশের একমাত্র বিপদ সাম্প্রদায়িক উগ্রবাদ। এই উগ্রবাদকে পরাজিত করতে হলে সকলে মিলে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। আমরা কবঙ্গবন্ধুর নেতৃত্বে একাত্তরে পাক হানাদারদের পরাজিত করেছি। শেখ হাসিনার নেতৃত্বেও উগ্র সাম্প্রদায়িকবাদকে পরাজিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে।’