নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ২০ দলীয় জোটকে উদ্দেশ্য করে বলেছেন, জোটগত ভাবে নয় দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে নিজেদের অবস্থান যাচাই করা প্রত্যেক দলেরই উচিৎ হবে। তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭০ হাজার কোটি টাকা ব্যয়ে ২২৫ কিলোমিটার দৈর্ঘ্যরে উড়াল সড়ক নির্মাণ করার পরিকল্পনা রয়েছে।
শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট পরিদর্শন করতে এসে নারায়ণগঞ্জের মেঘনা টোল প্লাজায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
যানজট প্রসঙ্গে মন্ত্রী বলেন, মেঘনা সেতুর মেরামত কাজ ও রাস্তায় ফিটনেসবিহীন যানবাহন বিকল হয়ে যাওয়ার কারণে শুক্রবার তীব্র যানজট সৃষ্টি হয়। তিনি সরকারি ছুটির দিনগুলোতে সড়ক ও সেতুর মেরামত কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
মন্ত্রী ওবায়দুল কাদের আরো জানান, জাইকার সহায়তায় মেঘনা, মেঘনা-গোমতী এবং কাঁচপুর নতুন সেতুর নির্মাণ সামগ্রী আসতে শুরু করেছে। আগামী মাসেই ঠিকাদাররা কাজ শুরু করবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আট লেন কাজেরও শেষ পর্যায়ে। কাজ শেষ হলেই প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।
এসময় মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।