বিজয় বার্তা ২৪ ডট কম
আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়নগঞ্জের উন্নয়নের স্বার্থে দলমতের উর্ধে আমি সবার জন্য কাজ করেছি। আমি যেমন দলমতের উর্ধে সবার জন্য কাজ করেছি আপনারাও তেমনি আমার জন্য কাজ করবেন সে আশা করছি। এবারও যদি আমি জয়ী হই তাহলে দলমতে নির্বিশেষে সবাইকে সাথে নিয়েই নারায়ণগঞ্জের উন্নয়ন করবো।
মঙ্গলবার বিকেলে নাসিক ১৮ নং ওয়ার্ডের শহীদ নগর এলাকায় জনগনের সাথে সৌজন্য স্বাক্ষাতে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আমিনুল রহমান, চিত্র পরিচালক তমিজউদ্দিন রিজভী, সাবেক জাতীয় দলের ফুটবলার মো. সালাউদ্দিন, সদর থানা আওয়ামীলীগের সহ সভাপতি জসিম উদ্দিন, মহানগর আওয়ামীলীগের প্রচার ও গবেষনা বিষয়ক সম্পাদক খালিদ হাসান, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আহম¥দ আলী রেজা উজ্জল, বিশিষ্ঠ সমাজ সেবক আবু সুফিয়ান, হারুন সরকার, যুবলীগ নেতা জামির হোসেন রনি, আমিনুল ইসলাম লিপু, রতন মেম্বার, ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাবেদ হোসেন সহ শহীদ নগর এলাকার সর্বস্তরের জনগন।
তিনি আরো বলেন, সৈয়দপুর ও শহীদ নগর এলাকায় ব্রীজের টেন্ডার পাশ হয়েছে। ভবিষতে কাজ শেষ করা হবে। এই এলাকার রাস্তাঘাট, পানির সমস্যাসহ সকল কিছুর উন্নয়ন ঘটিয়েছি। তা আপনার দেখেছেন। আপনাদের বাকি সমস্যাগুলো নির্বাচনে জয়ী হলে সমাধান করবো। আমার মার্কা নৌকা । আর এই নৌকা দিয়ে মীর মুর্শিদ পার হয়েছিলেন। ঈমানের স্বার্থে আমাকে জয়ী করবেন। আমি আপানাদের মেয়ে, আপনাদের সন্তান আপনাদের উন্নয়নে আমি ছিলাম আমি থাকবো। তাই যে যেই দলের হোন না কেন নারায়ণগঞ্জের উন্নয়নে আমার জন্য কাজ করবেন।
এসময় শহীদ এলাকার জনগন ডা. সেলিনা হায়াৎ আইভীকে কাছে পেয়ে বলতে থাকেন আমরা নৌকা, ধানের শীষ চিনি না আমরা আইভীকে চিনি। আপনি আমাদের উন্নয়নের রুপকার। আমাদের বিপদে আপদে আপনি পাশে দাড়িয়েছেন। আপনি আমাদের মা । আপনাকে আমরা এবারও জয়ী করবো। শহীদ নগরবাসী তাদের এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে এসময় ডা. সেলিনা হায়াৎ আইভী নির্বাচনে জয়ী হলে সমাধান করার আশ^াস প্রদান করেন।