বিজয় বার্তা ২৪ ডট কম
সংসদে ত্রুটিপূর্ণ আইন হলে বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি হয় বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের মিলনায়তনে প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলামের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান বিচারপতি এ কথা জানান।
সংসদ সদস্যদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘আপনারা যখন আইন করবেন তখন আইনগুলো যাতে সঠিকভাবে হয়, যাতে বিচার বিভাগের ওপর প্রেসার না পড়ে। আপনারা যখন ত্রুটিপূর্ণ আইন করবেন, তখন কিন্তু আমাদের ওপর, বিচার বিভাগের ওপর প্রেসার পড়ে যায়।’
প্রধান বিচারপতি বিচারকদের উদ্দেশে বলেন, ‘আমি প্রথমে বলব, বিচারক হিসেবে আমার পরিধি হচ্ছে আমি বিচারক। আমার কাজ সময়মতো কোর্টে কাজ করা। আমার কাজ সময়মতো রায়টা দিয়ে দেওয়া। আমি ব্যক্তি বিচারক হিসেবে যেন সমালোচনার ঊর্ধ্বে থাকি।’
আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘আমি আশা করব, আমাদের যে বিজ্ঞ আইনজীবীরা আছেন, তাদের কাছে যখন কোনো মক্কেল মামলা নিয়ে আসেন, তখন মাহমুদুল ইসলামের মতো ব্যবহার করবেন। যদি মামলায় গ্রহণযোগ্যতা না থাকে তাহলে মামলা ফিরিয়ে দেবেন। এতে মামলার চাপ বা জট কমে যাবে। আর যদি গ্রহণযোগ্যতা থাকে তাহলে মামলার প্রেজেন্টশন ঠিকভাবে করবেন। আমরা কিন্তু প্রকৃতপক্ষে এটা ভুলে যাচ্ছি।’
নির্বাহী বিভাগের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘প্রশাসনে যারা আছেন, তারা যেন তাদের লাইন, আর তাদের যে পরিধি আছে, এর বাইরে হস্তক্ষেপ করবেন না। এতে আমাদের ওপর, বিচার বিভাগের ওপর চাপ পড়ে যায়। আমরা চাই না দেশে দুই ধরনের বিচারব্যবস্থা চলুক।’
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সভাপতিত্বে সভায় আইনমন্ত্রী আনিসুল হক, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন, রফিক উল হক, এম আমীর উল ইসলাম, আবদুল বাসেত মজুমদার, ইউসুফ হোসেন হুমায়ুন ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।