নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্ব্কী হত্যার বিচারের দাবিতে আলোকশিখা প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে রবিবার রাতে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এই আলোক প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও তানভীর মোহাম্মদ ত্বকী’র বাবা রফিউর রাব্বী, যুগ্ম আহবায়ক অ্যাড. মাহবুবুর রহমান মাসুম, জেলা নাগরিক কমিটির সাধারন সম্পাদক আব্দুর রহমান, জেলা সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি প্রদীপ ঘোষ বাবু, সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক ধীমান সাহা জুয়েল, কমিউনিষ্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা সাবেক সভাপতি দুলাল সাহা প্রমূখ।
আবদুর রহমান তার বক্তব্যে বলেন, ত্বকী হত্যাকান্ডে র্যাবের চার্জশীটে আজমেরী ওসমানের নাম আসলেও এই খুনীকে পুলিশ রহস্যজনক কারনে আটক করছেন না। আজমেরী ওসমান প্রকাশ্যে ঘুরে বেড়িয়ে আমাদের হুমকি ধামকি দিচ্ছে।। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি ত্বকী হত্যাকান্ডের সাথে জড়িত আজমীর ওসমান সহ ওসমান পরিবারের সকলকে বিচারের আয়তায় নিয়ে আসা হোক এবং তাদের গ্রেপ্তার করা হউক।
মাহবুবুর রহমান মাসুম বলেন, রাজাকারদের মতো গডফাদারদের বিচার একদিন এই বাংলার মাটিতেই হবে। আজ দেশে হত্যাকান্ডের বিচারহীনতার কারনে খুনীরা উৎসাহিত হচ্ছে। বিচার প্রক্রিয়া সরকারের পক্ষ থেকেই আটকে দেওয়া হয়েছে।
রফিউর রাব্বি বলেন, সারাদেশে একের পর এক হত্যাকান্ড ঘটছে। সমাজের প্রভাবশালীরা এসব হত্যাকান্ডের সাথে জড়িত। আমার ছেলে ত্বকী হত্যায় র্যাবের তদন্তে ওসমান পরিবারকে খুনী হিসাবে চিহ্নিত করা হয়েছে কিন্তু সংসদে প্রধানমন্ত্রী সেই পরিবারের পাশে থাকার ঘোষনা দিয়েছেন।সরকার খুনীদের পক্ষ নেওয়ার কারনেই এদেশে হত্যাকান্ড বাড়ছে।আশা করি সরকারের শুভ বুদ্ধির উদয় হবে ত্বকী সকল হত্যাকান্ডের বিচারের ব্যবস্থা করবে। তা না হলে জনগন তাদের একদিন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে।