নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
মঙ্গলবার বিকেলে ওসমানী পৌর স্টেডিয়ামে সরকারি তোলারাম কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
কলেজের পদার্থ বিজ্ঞানের বিভাগীয় প্রধান মো: আলী আহমেদ খাঁন’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর প্রভাত চন্দ্র দত্ত বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলার মাাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত বা বিশ্বের দুয়ারে নিজেকে অধিষ্ঠিত করা যায়। আর ক্রীড়াঙ্গনে যে যত বেশি জড়িত থাকবে, সে ততবেশি সুস্থ থাকবে।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, তোলরাম কলেজের উপাধ্যক্ষ মো: বদরুল আলম, শিক্ষক পরিষদের সম্পাদক জীবন কৃষ্ণ মোদক, সদস্য সচিব মো: নজরুল ইসলাম, অধ্যাপক ও ক্রীড়া কমিটির সদস্য সুমাইয়া সুলতানা, ইব্রাহিম আলমচান স্কুলের শরীর চর্চা শিক্ষক পংকজ কুমার বিশ্বাস প্রমুখ।
তিনি আরো বলেন, এটা কোন সাধারণ মানুষের কথা নয়, বৈজ্ঞানিকরা বহু গবেশনার মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন। খেলাধুলা চর্চায় ভাল খেলোয়াড় হয়ে সুনাম অর্জনের পাশাপাশি শরীর সুুস্থ্য রাখার অন্যতম মাধ্যম। ডাক্তার, ইঞ্জিনিয়ারর পাশাপাশি একজন খেলোয়াড় এরও অনেক সম্মান রয়েছে।
পরে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।