বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমান বলেছেন,তোমরা নিজেরা বাঁচবে অন্যকেও বাঁচাবে। ৫০ হাজার গাছ লাগানোর চেষ্টা করেছি। ১৫হাজার বিভিন্ন স্কুল ও ইউনিয়ন পরিষদগুলোতে। শুধূ গাছ লাগালেই চলবেনা শিশুদের মতো করে গাছের পরিচর্যা করতে হবে। তাহলে এগুলো ৪ বছরে বেড়ে উঠে অনেক উপকারে আসবে। শনিবার বিকেল ৪টায় বন্দর উপজেলা প্রসাশন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক মুক্তিযুদ্ধের সমরক্ষেত্রে আয়োজিত ১২দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলার সমাপণী ও বন্দরের শিক্ষার্থীদের শিক্ষা সফরের জন্য প্রদত্ত ২টি বাস হস্তান্তর অনুষ্ঠানে প্রধাণ অতিথি’র বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। সেলিম ওসমান আরো বলেন,আনিছুর রহমান মিঞা অত্যন্ত ভদ্র এবং ভাল একজন জেলা প্রশাসক ছিলেন। এমন জেলা প্রশাসক আমি ছোটবেলা যখন নাকি আমার বয়স ১৩ থেকে ১৪বছর তখন দেখেছিলাম। সে সময় নারায়ণগঞ্জের মানুষ এভাবেই সংবর্ধণা দিয়েছিলেন ওই প্রশাসককে। আনিছুর রহমান মিঞা নারায়ণগঞ্জবাসীর জন্য তিনি অনেক অবদান রেখে গেছেন। নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলের জন্য শান্তির চরের জায়গা নিয়ে তার অগ্রণী ভূমিকা ছিল। আরো একটি কাজ করেছেন একটি পর্যটন কেন্দ্র তৈরির জন্য একটি জায়গা বরাদ্ধ দিয়ে গেছেন যেটা আমরা কিছুদিন পর এর সুফল ভোগ করবো। আজকে আমি অনেক খুশি বন্দরবাসীকে একটি সফল বৃক্ষমেলা উপহার দিতে পেরে। সবচেয়ে বেশি খুশি বন্দর উপজেলায় ৫০হাজার গাছ বিতরণ করতে পেরে। নারায়ণগঞ্জের স্থানীয় পত্রিকার সম্পাদকদের উদ্দেশ্য করে তিনি বলেন, নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন যতগুলো দৈনিক পত্রিকা বের হয় তা দেশের আর অন্য কোন জেলাতে হয়না। পত্রিকা গুলো থেকে কোন প্রকার প্রতিযোগীতার আয়োজন করা হয়না। পত্রিকা গুলো থেকে যদি মুক্তিযুদ্ধ,ভাষা আন্দোলন,জঙ্গীবাদ বিরোধী বিভিন্ন বিষয়ে প্রতিযোগীতার আয়োজন করে তাহলে নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা তাদেরকে স্পন্সর করবে। আপনারা ব্যবসায়ীদের সাথে আলোচনায় বসে এ ধরনের প্রতিযোগীতার আয়োজন করুন। তাহলে দেখবেন খুব দ্রুত ভবিষ্যত প্রজন্মের মাঝে জঙ্গীবাদ বিরোধী মনোভাব তৈরি হয়ে যাবে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার ফারুক হোসেন,জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রতœত্তত্ব বিভাগের অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজ চৌধুরী,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড.মোঃ আবদুল মুঈদ,বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল,বন্দর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হাবিব,বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম,বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদ,নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব আবুল জাহের ও বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ আবদুল লতিফ। বন্দর উপজেলা সহকারি কমিশণার(ভূমি) হোসনে আরা বীণার প্রাণবন্ত সঞ্চালনায় উৎসবমুখর অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধাণ ড.একেএম শাহনাওয়াজ খান,নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল,নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব সানাউল্লাহ সানু,বন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মাহমুদা আক্তার,কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধাণ,মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেন,ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহমেদ,মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম,বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এহসানউদ্দিন আহমেদ,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল্লাহ মাহমুদ দুলাল প্রধাণ,১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর,২০নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ হোসেন নূর,নারায়ণগঞ্জ শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু,শিক্ষানুরাগী হাবিবুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত বন্দর উপজেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডাঃ আফতাবউদ্দিন আহাম্মদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ.ক.ম নূরুল আমিন,কদমরসুল বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ মাহতাবউদ্দিন,হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ আহাম্মদ হালিম মজহার,নারায়ণগঞ্জ কলেজের প্রভাষক রুমন রেজা,হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক সাইফুল ইসলাম বাদল,কদমরসুল বিশ্ব বিদ্যালয় কলেজ গভর্ণিং বডির সদস্য মোঃ সিরাজুল ইসলাম,আলহাজ্ব জাহাঙ্গীর আলম মৃধা,মোঃ সোহেল,বন্দর থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফ,কেন্দ্রীয় চলচ্চিত্রলীগ নেতা দেলোয়ার হোসেন মদিল,২১নং ওয়ার্ড যুবলীগ নেতা সামসুল হাসান,ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিম প্রমুখ। পরিশেষে সাংসদ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল এর হাতে বাস দু’টি’র চাবি হস্তান্ত করেন।