স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
প্রথম দুই ধাপের ন্যায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচনেও ব্যাপক সহিংসতা, কারচুপি, জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন ইউনিয়নে সংঘর্ষে পুলিশসহ ২০ জনেরও বেশি আহতের খবর পাওয়া গেছে।
বিভিন্ন ইউনিয়নে অনিয়ম, কারচুপি ও জাল ভোটের অভিযোগ এনে বিএনপির ১৬ প্রার্থী, তিন আওয়ামী লীগের প্রার্থী এবং দুই স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।
বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে নাটোরের পাঁচটি ইউপিতে, শরিয়তপুরের গোসাইয়ের হাট, সিরাজগঞ্জের বেলকুচির দৌলতপুর, নারায়ণগঞ্জের এনায়েগনগর, চাঁদপুরের রাজারগাঁও, নোয়াখালীর মোহাম্মদপুর, ব্রাহ্মণবাড়িয়ার শিবগঞ্জ, লক্ষীপুরের ইছাপুর, চট্টগ্রামের ফটিকছড়ি, জামালপুরের চরপুটিমারি এবং ঝিনাইদহের রাখালগাছীতে বিএনপি প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।
নোয়াখালীর নাওয়াখোল ও ঝিনাইদহে রাখালগাছীতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। এছাড়া চট্টগ্রামের ফটিকছড়ির পাইদং ইউনিয়ন ও হারুয়ালছড়ি, মৌলভী বাজারের ফরিদপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।
লক্ষীপুরের রামগঞ্জে ইছাপুর ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে দুই পুলিশ আহত হয়েছেন। চাঁদপুরের ফরিদগঞ্জে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
গোপালগঞ্জের হাতিয়ারায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছেন ৩ জন। নারায়ণগঞ্জের তারিতাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে থেকে দুই জনকে আটক করা হয়েছে। এসময় পুলিশের দুটি গাড়ী ভাঙচুরের ঘটনা ঘটেছে।
জামালপুরের ইসলামপুর উপজেলার পোড়ারচরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত সাত জন। সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়েছে। এছাড়াও মাগুরার শ্রীপুরে একটি কেন্দ্রে মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত পাঁচ জন।
বান্দরবানের আজিজনগরে সংঘর্ষে সাত জন আহত হয়েছেন। ময়মনসিংহের নান্দাইলে মশুলি ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থী আহত হয়েছেন। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চার জনকে বিভিন্ন কারণে আটক করে জরিমানা করা হয়েছে এবং শরীয়তপুরের চন্দ্রপুরে একজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এদিকে, জাল ভোট দেয়ার অভিযোগে মেহেরপুরের পিরোজপুরে আটক তিন কিশোরের জরিমানা ও ময়মনসিংহের নান্দাইলে একজনের ছয়মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় আটক মেম্বার প্রার্থীর ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁদপুরের রাজারগাঁওয়ে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। মুন্সীগঞ্জের কলমার চর ৩ নম্বর ওয়ার্ড কেন্দ্রে ব্যালট পেপারে সিল মারার সময় আটক সাত জনকে আটক করে ১০ দিনের কারাদণ্ড এবং একজনের জরিমানা করা হয়েছে।
তৃতীয় ধাপের নির্বাচনে ২৫ ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত হয়েছেন। ৮১ ইউপিতে বিএনপির কোনো প্রার্থী নেই।