বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে তুলার কারখানার শ্রমিক (১৭) ধর্ষণের শিকার হয়েছে। গত ২০ মে সন্ধ্যায় কারখানার ম্যানেজার লম্পট জাহাঙ্গীর (২৮) জোরপূবর্ক তুলার গুদামের স্টোর রুমে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় থানায় ধর্ষণের শিকার শ্রমিকের পিতা রমজান আলী বাদী হয়ে মামলা করলে পুলিশ গত শুক্রবার রাতে ধর্ষক ম্যানেজার জাহাঙ্গীরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ধর্ষক জাহাঙ্গীর সুনামগঞ্জ জেলার দোয়ারা থানার মহব্বতপুর গ্রামের নূরবুল মিয়ার ছেলে। সে বন্দরের ধামগড়ে সেনেরবাড়ি এলাকার হালিম মিয়ার তুলার কারখানায় ম্যানেজার হিসেবে কর্মরত।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, লম্পট ম্যানেজার জাহাঙ্গীর বেশ কিছু দিন যাবত কারখানার শ্রমিককে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি কারখানার মালিক হালিম মিয়াকে জানানো হলেও তিনি কোর উদ্যোগ নেননি। তাই বাদী তাকে ধর্ষণের সহযোগিতা করায় মামলায় আসামী করা হয়। এ ব্যপারে বন্দর থানার ইন্সúেক্টর (তদন্ত) হারুনুর রশিদ বলেন, ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।