বিজয় বার্তা ২৪ ডট কম
ব্যারিস্টার তুরিন আফরোজকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর কারনে নারায়গঞ্জ জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক শেখ মিজানুর রহমান সজীবকে গুলি করে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বত্তরা।
বৃহষ্পতিবার রাত ৪ টা ২১ মিনিটে ফেসবুকে তাকে এই হুমকি প্রদান করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের জন্মদিন উপলক্ষে ছাত্রলীগ নেতা সজীব তার ফেসবুক আইডি থেকে শুভেচ্ছা দিয়ে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে উল্লেখ্য করা হয়- “শুভ জন্মদিন দুঃখি বাংলা মায়ের তুরিন আফরোজ আপা। শুভ হোক আপনার প্রতিটি দিন। জয় বাংলা জয় মুজিববাদ” তখন “মারফত মারফত” নামে একটি আইডি থেকে কমেন্টস করেন “আপার জন্মদিন তর কি” এসময় মিজানুর রহমান সজীব কমেন্টস করেন “তারপর” তখন সেই আইডি থেকে কমেন্টস এ প্রাননাশের হুমকি দিয়ে বলা হয় “তারপর তরে গুলি করার দরকার”
এবিষয়ে সজীব বলেন, মানবতা বিরোধী অপরাধী রাজাকার কাদের মোল্লা ও নিজামীসহ যাদের ফাঁসির রায় কার্যকর হয়েছে। সেই বিচার প্রক্রিয়ার পাবলিক প্রসিকিউটর তুরিন আফরোজ আপা। যিনি সর্বদা এ দেশের মানবতা বিরোধী ও রাজকারদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। আমি মনে হয় তার জন্মদিনের শুভেচ্ছা জানানোর কারনে সেই রায়গুলোকে যারা মেনে নিতে পারেনি তাদের পক্ষ থেকেই ফেইক আইডি খুলে আমাকে ফেসবুকে প্রাননাশের হুমকি প্রদান করা হয়েছে। মানবতাবিরোধী ও রাজাকাদের বিরুদ্ধে আমরা যারা অনলাইনে জনমত তৈরিতে লেখালেখি করি আমাদেরকে হত্যার চেষ্ঠার হুমকির বিষয়টি নতুন নয়। এর আগেও আমাকে বেশ কয়েকবার হত্যার চেষ্ঠা করা হয়েছে। তবে এই বিষয়ে ভিন্ন যে দিকটি রয়েছে, গত কয়েকদিন আগে নারায়ণঞ্জের বক্তাবলী ও সোনারগায়ে ৪৭ জন জঙ্গী গ্রেফতার হয়েছে। পত্রিকার মাধ্যমে জানতে পারি জঙ্গীরা এই শোকের মাসে নারায়ণগঞ্জে বড় ধরনের কোন হামলা করতে পারে। সেই আশংকা যদি সত্যি হয় তাহলে অবশ্যই যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে কথা বলা আমার নেতা জননেতা সাংসদ একে এম শামীম ওসমান ও তার অনুসারী রাজনৈতিক নেতৃবৃন্দসহ আমাদের মত তূণমূলের কর্মীরা মূল টার্গেটে রয়েছে। তারা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে দুর্বল করার জন্য ১৬ জুনের বর্বরোচিত বোমা হামলার মত নেক্কারজনক ঘটনা ঘটাতে পারে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাংসদ শামীম ওসমানের সৈনিক যারা রয়েছি তারা কারো হুমকি ও হত্যার চেষ্টাকে ভয় পাইনা, আমরা পূর্বে তা প্রমান করেছি। আমরা ত্রিশ লক্ষ শহীদ ও আড়াইলক্ষ বীরাঙ্গনা মায়ের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষার্থে বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের আর্দশকে আকড়ে ধরে একেএম শামীম ওসমান সাহেবের নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ বদ্ধপরিকর।
উল্লেখ্য, শেখ মিজানুর রহমান সজীব বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ থানা কমান্ড’র সাবেক ডিপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা প্রয়াত শেখ আমজাদ হোসেন পুুতুলের ছেলে। তারা বাবা একাত্তরের ঘাতক দালাল ণির্মূল কমিটির জেলার সাবেক প্রচার সম্পাদক ছিলেন। তার আদর্শকে ধারন করে রাজাকারদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছেন তিনি। সজীব জেলা ঘাতক দালার নির্মূল কমিটির তার বাবার স্থানে প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি অনলাইন একটিভিষ্ট হিসেবে কাজ করছেন।