বিজয় বার্তা ২৪ ডট কম
তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের ঘটনায় ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাসহ প্রায় ছয় হাজার জনকে আটক করা হয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি আইনমন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
আটককৃতদের মধ্যে জ্যেষ্ঠ এক জেনারেল রয়েছে বলেও জানিয়েছে আনাদোলু এজেন্সি।
শুক্রবার রাতে তুরস্কে সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থানের চেষ্টা করে। কিন্তু প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের আহ্বানে সাড়া দিয়ে রাজপথে নেমে আসে গণতন্ত্রপন্থী জনগণ। তাদের সঙ্গে যোগ দেন গণতন্ত্রপন্থী সেনা ও পুলিশ সদস্যরা। ফলে ব্যর্থ হয় অভ্যুত্থানের চেষ্টা।
এ ঘটনায় অন্তত ২৬৫ জন নিহত হয়েছেন যাদের মধ্যে ১৬১ জন গণতন্ত্রপন্থী নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিক। নিহত বাকিরা অভ্যুত্থানকারী। আহত হয়েছেন ১ হাজার ৪৪০ জন।