বিজয় বার্তা ২৪ ডট কম
শ্রীশ্রী লোকনাথ ব্রক্ষাচারীর ১২৭ তম তিরোধান দিবস উপলক্ষে ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন ও ব্যবসায়ী ও সমাজসেবক সালাউদ্দিন চৌধুরী বিটু তীর্থ দর্শনে এলাকাবাসীর জন্য ফ্রি লঞ্চের ব্যবস্থা করেছেন।
শনিবার সকালে শীতলক্ষ্যা ঘাট থেকে প্রায় ৩৫০ জন তীর্থ দর্শনার্থী নিয়ে লঞ্চটি বারদির উদ্দেশ্যে ছেড়ে যায়।
এসময় তীর্থ স্থানে যাওয়া যাত্রীরা কাউন্সিলর কবির ও বিটুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এটি আয়োজন করার জন্য তাদের জন্য মঙ্গল কামনা করেন।
এ বিষয়ে কাউন্সিলর কবির ও বিটু জানান, ধর্ম যার যার উৎসব সবার। অন্য ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে। শ্রীশ্রী লোকনাথ ব্রক্ষাচারী তিনি ছিলেন একজন মহান। সকলের ধর্মের মানুষের সাথে তার ছিল গভীর সম্পর্ক। তার তীর্থ দর্শনে মুসলিম, হিন্দু সহ সকল ধর্মের মানুষ যায়। আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই রকম আয়োজন আরো বেশী বেশী করে করতে পারি।