বিজয় বার্তা২৪ ডটকমঃ
সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফ্যান লোফভেনের আমন্ত্রণে অনুষ্ঠিত তিন দিনের দ্বিপাক্ষিক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকাল সাড়ে ন’টার কিছু আগে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
বিমান বন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে সুইডেনে সফরের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী গতকাল স্থানীয় সময় বিকেল ৬টার পর লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা করেন।
সুইডেনে তিনদিনের সফরে প্রধানমন্ত্রী দেশটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও, বৈঠক করেছেন সেদেশের ব্যবসায়ীদের সঙ্গে।