বিজয় বার্তা ২৪ ডট কম
তাহের এন্ড সন্স ফাউন্ডেশনের উদ্যোগে সোনারগাঁ থানার বারদি ইউনিয়নের মসলন্দপুর গ্রামের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ এস এম মঞ্জুর কাদের পি, পি, এম স্থানীয় গোরস্থানে বৃক্ষরোপন করে এই কর্মসূচির উদ্ভোধন করেন।
এই কর্মসূচির অংশ হিসেবে পাঁচ’শ ফলজ ও ঔষধি গাছ মসলন্দপুরের গোরস্থানের চারিদিক এবং গোরস্থানের প্রবেশ সড়কে রোপিত হয়েছে। এ সময় এস এম মঞ্জুর কাদের গোরস্থানের সার্বিক উন্নতির জন্য উক্ত এলাকার গন্যমান্য ব্যক্তি এবং গোরস্থানের কমিটির কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এরপর এস এম মঞ্জুর কাদের মসলন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে বৃক্ষরোপন করেন। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম নাজিমউদ্দিন, নকশা বুটিক হাউজের ম্যানেজিং পার্টনার এবং তাহের এন্ড সন্স ফাউন্ডেশনের উদ্যোগক্তা এটিএম জামাল, স্থানীয় মেম্বার সানাউল¬াহ সানু সহ স্থানীয় এলাকাবাসী এই বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বৃক্ষরোপন শেষে স্কুল সভা কক্ষে এক মত বিনিময় সভায় মঞ্জুর কাদের স্কুলের সীমানা প্রচীর না থাকার বিষয়ে খোঁজ করেন। এ সময় তিনি বিদ্যালয়ের সীমানা প্রচীর নির্মাণে সহযোগিতার আশ্বাস দেন পাশাপাশি শিশুদের পড়াশুনায় যদি কোনোরূপ বিঘœ না ঘটে তার জন্য স্কুল কর্তৃপক্ষকে সচেতন থাকার কথা বলেন।
প্রাথমিক বিদ্যালয়ে মত বিনিময় শেষে এস এম মঞ্জুর কাদের মসলন্দপুর দারুল উলুম কোরানিয়া হাফেজিয়া মাদ্রাসা পরিদর্শন করেন। এ সময় মাদ্রাসার পরিচালক ও শিক্ষকবৃন্দ তাকে উষ্ণ অর্ভ্যথনা জানান। তিনি দীর্ঘ সময় নিয়ে মাদ্রাসা ঘুরে দেখেন এবং মসলন্দপুর মাদ্রাসা ও ঈদগাহ’র প্রকল্পের অগ্রগতি নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের সাথে আলোচনা করেন।
নকশা বুটিক হাউজের ম্যানেজিং পার্টনার এবং তাহের এন্ড সন্স ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক এটিএম জামাল জানান, এই মৌসুমে পর্যাক্রমে মসলন্দপুর এলাকার বিভিন্ন জায়গায় তাহের এন্ড সন্স ফাউন্ডেশনের উদ্যোগে চার থেকে পাঁচ হাজার বৃক্ষরোপন রোপন করা হবে। অত্র এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যদি তাদের স্কুল বা মাদ্রাসা প্রাঙ্গনে বৃক্ষরোপন করতে চায় তাহলে আমাদের ফাউন্ডেশন থেকে বৃক্ষ সরবরাহ করা হবে। সেই সাথে আমাদের ফাউন্ডেশনের এই বৃক্ষরোপন কর্মসূচি প্রতি বছরই চলতে থাকবে।