বিজয় বার্তা ২৪ ডট কম
রাষ্ট্র মেরামতে ৩১ দফা কর্মসূচি বিষয়ক কর্মশালা নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়াস্থ হোসিয়ারী সমিতি মিলনায়তনে কর্মশালাটির আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। কর্মশালায় মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন থানার কমপক্ষে কয়েকশত নেতৃবৃন্দ অংশ নেন।
কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ দলের নেতা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জোবেউল্লাহ। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কমিটির সদস্য কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি উম্মে হাবিবা, আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন প্রমুখ।
কর্মশালায় নেতৃবৃন্দ রাষ্ট্র মেরামতে ৩১ দফা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বিকেলে তারেক রহমান ভিডিও লাইভে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।
১৮.১২.২৪