বিজয় বার্তা ডট কম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মৃত্যুদণ্ড না হওয়ার ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন । এবং এই রায়ে তিনি আংশিক খুশি হয়েছেন ।
বৃহস্পতিবার ( ১১ অক্টোবর ) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের উদ্যোগে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় প্রকাশ হওয়ায় ও তারেক রহমানের ফাঁসি চেয়ে শহরে আনন্দ মিছিল বের করা হয় । আনন্দ মিছিল পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন ।
তিনি আরো বলেন, আরও এই মামলায় তারেক রহমানের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিলো । কারন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যেই তারেকের মাস্টার মাইন্ডেই একুশে আগস্ট শেখ হাসিনার জনসভায় গ্ৰেনেট বিস্ফোরণ ঘটনা ঘটানো হয় । আল্লাহ্ পাকের অশেষ রহমতে সেইদিন শেখ হাসিনা বেঁচে যায় । কিন্তু আওয়ামীলীগ নেত্রী নাজমা রহমান সহ অনেকেই মৃত্যু বরণ করেন । দীর্ঘ ১৪ বছর পর বর্বরোচিত এই হামলার দায় ঘোষণা করা হয়েছে । আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই । যদি তারেক রহমানের মৃত্যুদণ্ড হতো তাহলে সবাই আরোও বেশি খুশি হতো ।
উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাদির, আরজু রহমান ভূঁইয়া, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, যুগ্ম সম্পাদক আহসান হাবীব, জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, এডভোকেট মাহমুদা মালা, সদস্য শাখাওয়াত হোসেন সুমন প্রমুখ ।