বিজয় বার্তা ২৪ ডট কম
যখনই তারেক রহমানকে আদালত শাস্তি দিল, ঠিক তখনই বিএনপি জাতীয় ঐক্যের কথা তুলে তাকে বাঁচাতে বিভিন্ন কর্মসূচি দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সন্ত্রাস জঙ্গিবাদ ও স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র প্রতিহত করতে মানববন্ধন ও শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ এ মানববন্ধনের আয়োজন করে।
অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে বুধবার দেশব্যাপি বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। এ কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি এতদিন জাতীয় ঐক্যের কথা বলে আসছিল। কিন্তু যখন তারেক রহমানের শাস্তি হলো তখন জাতীয় ঐক্যের কথা তুলে তাকে বাঁচাতে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে তারা। এই তাদের দেশ প্রেম?
তিনি বলেন, দেশে কোনো হামলা হলেই তারা (বিএনপি) এটাকে আন্তর্জাতিক ইস্যু বানাতে অপচেষ্টা চালায়। আন্তর্জাতিক মহলকে জানাতে চায়, সরকার এগুলো সামাল দিতে পারছে না। আসলে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।
সাবেক স্বরাষ্ট প্রতিমন্ত্রী মো. শামসুল হক টুকু বলেন, খালেদা জিয়া জামায়াতের সহায়তায় দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করার জন্য সারা দেশে এসব হামলা পরিচালনা করছে।
এ সময় আরো বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের সভাপতি এ কে এম এ হামিদ, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান, আইডিইবির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান প্রমুখ।