বিজয় বার্তা ২৪ ডট কম
জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক ও আলীগঞ্জ ক্লাবের সভাপতি আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ বলেছেন, বাংলাদেশের ফুটবল ও ক্রিকেট দলের অনেক তারকা খেলোয়াড়রা আমাদের আলীগঞ্জ মাঠে খেলাধূলায় অংশগ্রহণ করে আমাদেরকে উৎসাহিত করেছে । তারই কারনে এই মাঠ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। আর এই তারকা খেলোয়াড়দের মাঠে খেলাধূলা করার মাধ্যমে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে মোকাবেলা করতে আমাদেরকে উৎসাহিত করে ।
শনিবার বিকেল ৪ টার দিকে ফতুল্লাস্থ আলীগঞ্জ মাঠে আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে সোনালী অতীত প্রীতি ফুটবল খেলার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
তিনি বলেন, আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে বিভিন্ন সময়ে প্রীতি ম্যাচ ও সোনালী অতীতের মত খেলার মাধ্যমে বাংলাদেশের অনেক তারকা খেলোয়াড়রা খেলার মাধ্যমে আমাদেরকে মাঠ রক্ষার আন্দোলন আরোও বেগমান করছে। আমরা অনেক বাঁধা ও ষড়যন্ত্র অতিক্রম করে মাঠ রক্ষায় সক্ষম হয়েছি। বাংলাদেশের উচ্চ আদালতে রিট জারি করার মাধ্যমে এই মাঠের জায়গা থাকবে কোন পরিবর্তন করতে পারবে না ।
তিনি আরো বলেন, সাধারণ আমাদের টিকে থাকার পিছনে এদেশের বড় বড় তারকা খেলোয়াড়রা উৎসাহিত করেছে। তারা এসে এই মাঠে খেলাধূলা করে মাঠ ও আমাদেরকে গর্বিত করেছে। আমরা আগামী দিনে আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে এই মাঠে ক্রীড়া জগতের বিভিন্ন খেলাধুলার আয়োজন করবো ।
আলীগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে জাতীয় দলের তারকা খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন, গাউস, টাইগার দুলাল, রিয়াজ, স্বপন, রিতু, হানিফ, দিপু, পাপ্পু আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনাইটেড ফেডারেশন অফ গার্মেন্টস ওয়ার্কাস জেলার সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু আলীগঞ্জ ক্লাবের সহ সভাপতি ফরিদ আহমেদ, কোষাধ্যক্ষ হাজী আরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক গোলাম কিবরিয়া সাত্তার, সমাজ কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম শামীম, দপ্তর সম্পাদক কাজী সালাউদ্দিন, ইউনাইটেড ফেডারেশন অফ গার্মেন্টস ওয়ার্কাস নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শাহাদাত হোসেন সেন্টু প্রমুখ ।
এ সময় নারায়ণগঞ্জ সোনালী অতীত বনাম শ্যামপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল খেলা ১/১ গোলে ড্র হয়। পরে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।