বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় কারাদন্ডের রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল এর নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ জুলাই) দুপুরে বিক্ষোভ মিছিলটি শহরের নবাব সিরাজউদৌল্লাহ সড়ক থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ডিআইটি রোডস্থ জেলা ও মহানগর বিএনপির প্রধান কার্যালয়ে এসে বিক্ষোভ সমাবেশর মধ্য দিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, দেশনায়ক তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে জিয়া পরিবার ও বিএনপির বিরুদ্ধে বর্তমান অবৈধ সরকারের নীল নকশা জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে। কেউ যদি মনে করে অনির্বাচিত সরকার সোজা পথে সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতার পালা বদল করবে তাহলে তারা বোকার স্বর্গে বাস করেন। তারেক রহমানের সাজার মাধ্যমেই বুঝা যায় আগামী জাতীয় নির্বাচনের পূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ দলের অনেক শীর্ষ নেতাকে নির্বাচনে অযোগ্য করার চক্রান্তে লিপ্ত সরকার। অবৈধ সরকার আবারো তামাশার নির্বাচন করে ফাঁকা মাঠে গোল দিতে চায়, কিন্তু তাদের সেই দিবা-স্বপ্ন সফল হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারের ডাকে আজ আমরা রাজপথে ঐক্যবদ্ধ। দেশের গণতন্ত্রকামী মানুষ ও শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা দেশ বিরোধী সকল ষড়যন্ত্রকে প্রতিহত করবে ইনশাল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন মৎসজীবী দলের ঢাকা দক্ষিনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার চৌধুরী ইমন, যুবদল নেতা মঞ্জুরুল আলম মুসা, ছাত্রদল নেতা মাকিদ মোস্তাকিম শিপলু, কৃষক দল নেতা আব্দুর রাজ্জাক, মোঃ মনির হোসেন, মোঃ নুরুজ্জামান, আব্দুল হালিম, আব্দুল মান্নান, আব্দুর রব, সালাউদ্দিন, শামীম, ফারুক, অঙ্কন, আরিফ প্রমুখ।