বিজয় বার্তা ২৪ ডট কম
ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলার চার্জশিট গ্রহণ করে দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুই আসামি হলেন- বিএনপি নেতা এম এ কাইয়ুম এবং সোহেল ওরফে ভাঙারি সোহেল। একই সঙ্গে তাদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার সকালে এই আদেশ দেন মহানগর মেজিস্ট্রেট সাব্বির ইয়াসির আহমেদের আদালত।
গত ২৮ জুন মামলাটিতে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুমসহ সাত জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় গোয়েন্দা পুলিশ। ওই দিন আদালত চার্জশিট শনাক্ত করে পূর্ব নির্ধারিত ধার্য তারিখ আগামী ৪ আগস্ট তা গ্রহণের শুনানির দিন ঠিক করে।
এরপর ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু চার্জশিট গ্রহণের শুনানি এগিয়ে আনার আবেদন করলে ১৭ জুলাই চার্জশিট গ্রহণের শুনানির নতুন তারিখ ধার্য করে সিএমএম আদালত।
ডিবি পুলিশের পরিদর্শক গোলাম রাব্বানী তদন্তকৃত ওই চার্জশিটের অপর ছয়জন আসামি হলেন এম এ কাইয়ুমের ভাই আবদুল মতিন, তামজিদ আহমেদ ওরফে রুবেল ওরফে শুটার রুবেল, রাসেল চৌধুরী ওরফে চাক্কি রাসেল, মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগনে রাসেল এবং শাখাওয়াত হোসেন ওরফে শরিফ ও মো. সোহেল ওরফে ভাঙারি সোহেল।