বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি তানভীর আহমেদ টিটুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ‘আমরা ব্লাড ডোনার্স’ সংগঠনের নেতৃবৃন্দ। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সংগঠনের সভাপতি মাহবুব হাসান লিয়নসহ নেতৃবৃন্দ এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিবৃতিতে তারা উল্লেখ করেন, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি তানভীর আহমেদ টিটুর সার্বিক সহাযোগিতায় আমরা পবিত্র রমজান মাসের ৯দিনে ২৭০০ ছিন্নমূল অসহায় মানুষকে এক বেলা আহারের ব্যবস্থা করতে পেরেছি ‘আমরা ব্লাড ডোনার্স’ সংগঠনের পক্ষ থেকে। আমাদের সাথে থাকার জন্যে মহান ব্যক্তিত্ব তানভীর আহমেদ টিটু ভাইয়ের প্রতি সংগঠনের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি অসহায় হতদরিদ্র মানুষের পাশে অতীতেও ছিলেন এখনও আছেন, আমরা আশা করি মানবতার দূত তানভীর আহমেদ টিটু সাহেব জীবনের শেষ মূর্হুত পর্যন্ত মানবতার সেবায় নিজেকে উজাড় করে দেবে ইনশাল্লাহ্।