বিজয় বার্তা ২৪ ডট কম
তাজরীন হত্যাকান্ড দিবস উপলক্ষে আগামী কাল বিকেল ৩টায় তাজরীন ফ্যাশন-এর মালিক দেলোয়ারসহ হত্যাকান্ডের সাথে জরিতদের অবিলম্বে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত-আহত ও স্থায়ীভাবে পঙ্গুদের পূনর্বাসনের দাবীতে ও বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার প্রতিবাদে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে চাষাড়াস্থ প্রেস ক্লাবের সামনে শোক সমাবেশ ও কালো পতাকার মৌন মিছিলের আয়োজন করা হয়েছে।
সমাবেশে অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রমিকনেতা এড. মাহবুবুর রহমান ইসমাইল, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রমিকনেতা আবু হাসান টিপু।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শ্রমিকনেতা মাহমুদ হোসেন-এর সভাপতিত্বে শোক সমাবেশে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখবেন রাশিদা বেগম, শহীদুল আলম নাননু, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান আঙ্গুর, নাজমুল হাসান নাননু, আইয়ুব আলী প্রমূখ।