আন্তর্জাতিকডেস্ক,বিজয় বার্তা ২৪
তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বেশ কয়েকটি সুউচ্চ ভবন ধসে ৫ জন নিহত হয়েছেন এবং বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় বেশ কয়েকটি ভবন ধসে পড়ে। এ পর্যন্ত ২২০ জনকে উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময় শুক্রবার রাত ১টা ৫৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির দক্ষিণাঞ্চলীয় ইউজিং থেকে ২৫ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তি। এর মাত্রা ছিলো ৬.৪ মাত্রা।
ভূমিকম্পে একটি সুউচ্চ ভবন ধসে ১ শিশুসহ ৫ জন মারা যান। সেখান থেকে উদ্ধারকর্মীরা ২২০ জনকে জীবিত উদ্ধার করেছে। এদের মধ্যে ৬০ জনের অধিক গৃহিনী রয়েছেন।
তাইওয়ানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ২৩ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাইনান শহরে ২০ লাখ লোকের বসবাস। ভূমিকেম্পর পর দেশটির প্রেসিডেন্ট মা ইয়ং-জিও শহরে গেছেন।
এর আগে ১৯৯৯ সালে তাইওয়ানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ২ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়।
এদিকে একই সময় নেপালে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ৫.২ মাত্রার এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ভূমিকম্প পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রের সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের বরাত দিয়ে জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরেই। ভূমিকম্পে কাঠমান্ডু কেঁপে উঠে।
এ ছাড়া ভারতের বিহারের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় এই কম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গত বছরের ২৫ এপ্রিল নেপালে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ৮ হাজার মানুষের প্রাণহানি ঘটে। ওই ভূমিকম্পের পরও কয়েকবার ছোট ছোট আকারের ভূমিকম্প হয়েছে দেশটিতে।