বিজয় বার্তা ২৪ ডট কম
বীর মুক্তিযোদ্ধাদের জন্য নারায়ণগঞ্জ সদর উপজেলার তল্লা এলাকায় মুক্তিযোদ্ধা সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুজ্জামান৷ শুক্রবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে বিকেলে ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি৷
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ফতুল্লা ইউনিয়নের ৭, ৮, ৯ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে এ ভবনটি নির্মাণ করা হচ্ছে৷
উদ্বোধনের সময় মাসুদুজ্জামান বলেন, ‘আমাদের অর্থায়নে মুক্তিযোদ্ধাদের বসার জন্য ভবনটি নির্মাণ করে দেওয়া হবে৷ কিন্তু এরপর সকল দায়দায়িত্ব আপনাদের৷ আপনারা সরকারি যত কাগজপত্র আছে তা জোগার করে নেবেন৷ আগামী বিজয় দিবসে ভবনটি উদ্বোধন করার আশা করছি৷’
বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট নুরুল হুদা, সদর উপজেলার সাবেক কমান্ডার শাহ্জাহান ভূঁইয়া জুলহাস, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ওয়ালী মাহমুদ, সমাজসেবক মনির হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন চিশতী, গত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাহাদাত হোসেন বাবুসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা৷