বিজয় বার্তা ২৪ ডট কম
আল্লাহতায়ালার অশেষ কৃপায় ক্যানভাস প্রকাশনীর ব্যানারে একঝাঁক প্রগতিশীল নবীন প্রবীণ কবির শতাধিক কবিতার সমন্বয়ে শীঘ্রই প্রকাশ হতে যাচ্ছে সমাজ ও ব্যক্তি জীবনের চলমান রসায়নে নির্মিত যৌথ কাব্যগ্রন্থ “বুনোফাগুন”সম্পাদনায় রয়েছেন তরুণ কবি আদিল সাদ। এ বইটিতে বিশেষ অবদান রেখেছেন বাংলা কবিতার রাজকুমার, কষ্টের ফেরিওয়ালা ও বাংলা একাডেমীর পুরস্কারপ্রাপ্ত কবি হেলাল হাফিজ স্যার,জাতীয় কবি পরিষদের সভাপতি টিপু রহমান,তারুন্যের অহংকার কবি আখতারুজ্জামান আজাদ,বিমূর্ত বিরানের কবি নাজমুল ইসলাম সীমান্ত ও অনলাইন কাব্য পরিবারের সভাপতি জয়নুল আবেদিন রোজসহ আরও অনেকে।প্রচ্ছদ করেছেন ইঞ্জিনিয়র ফিরোজ আহম্মদ।
“বুনোফাগুন”কাব্যগ্রন্থের সমৃদ্ধ প্রকাশ এবং পাঠকপ্রিয়তার জন্য সবার দোয়া এবং ভালোবাসা কামনা করছি। পরিবেশনায় থাকছে নবসাহিত্য প্রকাশনী, স্টল নং-৬২৪।