নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
আড়াইহাজারে বঙ্গবন্ধু ফাইনাল গোল্ডকাপ টুনার্মেন্ট রবিবার বিকালে আড়াইহাজার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে খেলায় অনুষ্ঠিত হয়। খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, তার ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ গাউছুল আজম, উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজালাল মিয়া, চেয়ারম্যান বিআরডিবি মিয়া মোঃ আলাউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আব্দুর রশিদ ভূইয়া। উক্ত খেলায় সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার বক্তব্যে বলেন, আড়াইহাজার উপজেলার ২৬টি উচ্চ বিদ্যালয়, ১০০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৫টি কলেজ রয়েছে। ২০২১ সালের মধ্যে কম্পিউটার ল্যাব স্থাপন করে দেওয়ার জন্য এই দায়িত্ব আমি নিজ কাধেঁ তুলে নিলাম এবং আড়াইহাজারে ৫ একর জমি সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু ব্যবস্থা করে দিলে একটি আইসিটি ভবন নির্মাণ করে দিব। এ সময় উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সুন্দর আলী, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের মোঃ মোজাম্মেল হক জুয়েল, ফতেপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তালেব মোল্লা, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোঃ আমান উল্লাহ আমান, খাগকান্দা ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম, দুপ্তারা ইউপি চেয়ারম্যান শাহিদা মোশারফ, সাতগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ ওয়াদুদ আহমেদ অদুদ, বিশনন্দী ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল রহমান রিপন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আহমেদুল কবির উজ্জল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুমন, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার মোল্লা, সাবেক ভিপি মোঃ নাঈম আহমেদ মোল্লা, সাবেক ভিপি মোঃ আমির হোসেন, সরকারি সফর আলী কলেজের ভিপি মোঃ শহীদুল্লাহ সহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আপামর জনসাধারণ উক্ত খেলা উপভোগ করেন। খেলায় আড়াইহাজার পৌর একাদশ ট্রাইবেকারে হাইজাদী একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।