স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ (আউট অব লিস্ট) দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
পরে রিটকারী আইনজীবী এডভোকেট ইউনুছ আলী আকন্দ সাংবাদিকদের বলেন, আদালত বলেছে, তনু হত্যার বিষয়ে দায়ের করা মামলার তদন্ত চলমান। তাই আপনার রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেওয়া হলো।
হাইকোর্টের অন্য বেঞ্চে এই রিট আবেদনটি পুনরায় উপস্থাপন করা হবে বলেও জানান এই আইনজীবী।
এর আগে গত ৪ এপ্রিল তনু হত্যার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিট আবেদনে ২৪ ঘণ্টার মধ্যে তনু হত্যাকারীদের গ্রেফতারের নির্দেশনা চাওয়া হয়।
রিটে হত্যাকারীদের গ্রেফতারে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়। পাশাপাশি ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়।