স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার বিকাল ৫টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন শতাধিক শিক্ষার্থী। এসময় তনুর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে নানা স্লোগান দেন তারা। ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিকাল সাড়ে ৫টার দিকে শিক্ষার্থীদের পুলিশ সড়ক থেকে সড়িয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস।
কুমিল্লা সেনানিবাস এলাকায় নিজের বাসার কাছে গত ২০ মার্চ রাতে খুন হন ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। তনু হত্যার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন স্থানে ক্ষোভ-বিক্ষোভ চলছে।
ওই ঘটনায় তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ইয়ার হোসেন একটি মামলা করলেও কোনো খুনিকে শনাক্ত কিংবা গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এদিকে, তনুর খুনিদের গ্রেফতার দাবিতে রবিবার সকালে শাহবাগ মোড় থেকে কুমিল্লা অভিমুখে রোড মার্চ শুরু করে গণজাগরণ মঞ্চ।