কুমিল্লা,বিজয় বার্তা ২৪
আগামী ৭ দিনের মধ্যে ভিক্টোরিয়া কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বাসে আড়াই ঘণ্টা পর দুপুর ২টায় মহাসড়ক অবরোধ তুলে নিয়েছে প্রতিবাদীরা শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতারা।
তনু হত্যাকারীদের শনাক্ত বা গ্রেপ্তারসহ বিচার দাবিতে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আদর্শ সদর উপজেলার নন্দনপুর এলাকায় অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ প্রদর্শন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ভিক্টোরিয়া কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
দুপুর সোয়া ১২টার দিকে অবরোধস্থলে পৌঁছেন কুমিল্লা সদর আসনের এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহার। পরে দুপুর ২টার দিকে অবরোধস্থলে যান কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, হাইওয়ে পূর্বাঞ্চলের পুলিশ সুপার রেজাউল করিমসহ প্রশাসনের কর্মকর্তারা। কিন্তু বিক্ষুব্ধ ছাত্ররা অবরোধ চালিয়ে যান। একপর্যায়ে অবরোধকারীদের ওপর লাঠিচার্জ শুরু করে পুলিশ। এতে উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করেন পুলিশ কর্মকর্তারা। এসময় তারা তনু হত্যাকারীদের আগামী ৭ দিনের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে এমন আশ্বাস দিলে দুপুর ২টার দিকে প্রতিবাদীরা অবরোধ তুলে নেয়।
এতে দুপুর ২টার পর থেকে ধীরে ধীরে যানবাহন চলাচল শুরু হয়ে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। সদর দক্ষিণ মডেল থানার ওসি প্রশান্ত পাল অবরোধ তুলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেন।