নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
কুমিল্লার শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে পরিবেশবাদী মানবাধিকার সংগঠন “নির্ভীক”। বুধবার দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। পরিবেশবাদী মানবাধিকার সংগঠন “নির্ভীক”-এর প্রধান সমন্বয়ক এ টি এম কামালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জাকির হোসেন, থানা মংসজীবী দলের সভাপতি জিয়াউর রহমান জিয়া, গার্মেন্টস শ্রমিক নেতা নুর মোহাম্মদ, পারভেজ দেলোয়ার হোসেন খোকন। বক্তারা তনু হত্যার সুষ্ঠু বিচার না হলে লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়ে বলেন, তনুর হত্যাকারীদের গ্রেফতার ও বিচার না হওয়া পর্যন্ত নির্ভীক এর কর্মসূচি অব্যাহত থাকবে। সংগঠনটি একই দাবিতে আগামীকাল নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করবে।