নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু হত্যার প্রতিবাদে গতকাল শুক্রবার সন্ধ্যায় মশাল মিছিল বের করেছে তরুন সংঘের নেতাকর্মীরা। আহমজীর কদমতলীস্থ সরকারী আদমজীনগর এমডব্লিউ কলেজের সামনে থেকে মশাল মিছিলটি কদমতলী প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ- আদমজী- চিটাগাংরোড সড়ক হয়ে সিদ্ধিরগঞ্জ পুলে গিয়ে শেস করে। মশাল মিছিল শেষে বক্তব্য রাখেন আকাশ, রাব্বি, রাফি, টুটুল, রাজু (দেশী ), রাহাত, আরাফাত, সাকিব, দুলাল, হাসান মাহমুদ,রবিন, সাগর, সিহাব, অনিক, তাওহীদ সঞ্চয় ওইশান। বক্তারা অবিলম্বে কলেজছাত্রী তনু হত্যাকারীকে গ্রেফতার পূর্বক ফাঁসির দাবি জানান।