নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সিদ্ধিরগঞ্জে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর খুনিদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্কুলের শিক্ষার্থীরা। শনিবার বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত আদমজী ইপিজেড সড়কে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এ কমূর্সচি পালন করেন। এ সময় তাদের সাথে সংহতি প্রকাশ করে মানব বন্ধন কর্মসূচীতে সংহতি প্রকাশ করে যোগ দেয় বিদ্যালয়ের অধ্যয়নরত ২শতাধীক শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মুক্তাদির হোসাইন হৃদয়ের সাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন, ইফতেখার উদ্দিন ঋতু, মিল্টন, শ্রাবনী, সোহাগ, শান্ত, লিমন, রাফি, বুশরা, সাগর, আকিবসহ অন্যান্য শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, দেশে একটা বিচারহীনতার সংস্কৃতি চলছে। তনু হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের পুলিশ আজও গ্রেফতার করতে পারেনি। যেখানে তনুর লাশ পাওয়া গেছে তাতে কুমিল্লা সেনানিবাস তার দায় এড়াতে পারে না। সেখানে কিভাবে এমন ঘটনা ঘটলো তা খতিয়ে দেখার জন্য প্রশাসনের প্রতি দাবী করছি। জনগণের জানমালের নিরাপত্তা দিতে সরকার ও রাষ্ট্র আজ ব্যর্থ। এমতাবস্থায় সর্বস্তরের জনগণকেই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, ঘটনার ১২ দিন পেরিয়ে গেলেও দোষীরা এখনও ধরা ছোঁয়ার বাহিরে। আমরা তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার দাবী করছি।