তথ্য প্রযুক্তি ডেস্ক, বিজয় বার্তা ২৪
তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর ২০১৬-১৭ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। এবার কার্যনির্বাহী কমিটির ৭টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মোস্তাফা জব্বার (আনন্দ কম্পিউটার্স), ইঞ্জি. সুব্রত সরকার (সি অ্যান্ড সি ট্রেড ইন্টারন্যাশনাল), ইউসুফ আলী শামীম (কম্পিউটার পয়েন্ট), এ টি শফিক উদ্দিন আহমেদ (ইন্টারন্যাশনাল কম্পিউটার ভিশন), আলী আশফাক (আরএম সিস্টেমস), মো. শাহিদ-উল-মুনীর (ইপসিলন সিস্টেমস অ্যান্ড সলিউশন), এস এম ওয়াহিদুজ্জামান (মাইক্রো সান সিষ্টেমস), নাজমুল আলম ভূঁইয়া জুয়েল (সাইবার কমিউনিকেশন্স), মো. মাজহারুল ইমাম (ইলেকট্রোসনিক) এবং মো. মিজানুর রহমান (সফট জোন ইনক)।
তাদের মধ্যে সুব্রত সরকার ৪৮৫ ভোট, ইউসুফ আলী শামীম পেয়েছেন ৪৭১ ভোট, এ টি শফিক উদ্দিন আহমেদ পেয়েছেন ৪৬২ ভোট, আলী আশফাক পেয়েছেন ৪৪৬ ভোট, মো. শাহিদ-উল-মুনীর পেয়েছেন ৪২৬ ভোট, এস এম ওয়াহিদুজ্জামান পেয়েছেন ৪০৮ ভোট এবং নাজমুল আলম ভূঁইয়া জুয়েল ৩৯০ ভোট পেয়ে কার্যনির্বাহী পদে নির্বাচিত হয়েছেন।
আজ একইসাথে বিসিএসের ৮টি শাখা কমিটির (খুলনা, সিলেট, যশোর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা এবং চট্টগ্রাম) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সিলেট এবং খুলনা ছাড়া অন্য ৬টি শাখা কমিটিতে ৭ জন করে প্রার্থী থাকায় ৭ সদস্য বিশিষ্ট শাখা কমিটিতে তারা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আগামী ১৬ মার্চ নির্বাচিত এই ৭ জন তাদের মধ্য হতে কার্যনির্বাহী কমিটিতে পদবন্টনের নির্বাচন করবেন।