বিজয় বার্তা ২৪ ডট কম
রাস্তা ঢালাইয়ের পরবর্তী ২১ দিন পর্যন্ত কোন প্রকার পরিবহন উক্ত রাস্তায় চলতে পারবেনা এমন নিয়ম নির্মাণাধীন রাস্তার জন্য থাকলেও সকল প্রকার নিয়ম-নীতিকে তোয়াক্কা না করে রাস্তা ঢালাইয়ের মাত্র ৪দিনের মাথায় উক্ত রাস্তা দিয়ে জোড়পূর্বক ট্রাকে করে ইট বহন করে রাস্তার ক্ষতিসাধণ করায় স্থানীয় সাবেক মেম্বার মজিবর রহমান মজি’র বিরুদ্ধে নাসিক ২৭নং ওয়ার্ডে চরম অসন্তোষ ও জনরোষ দেখা গেছে। ঘটনার বিবরণে জানা যায়, অত্র ওয়ার্ডের নামিরা মসজিদ থেকে কুড়িপাড়া বাজার হয়ে কুড়িপাড়া স্কুল মুখে নির্মাণাধীন রাস্তায় আরসিসি ঢালাই দেয়ায় আগামী ২১ দিনের জন্য সকল ধরণের পরিবহন যাতে চলাচল না করতে পারে সেজন্য বাশের বেরিকেড দেয়া হলেও, সরকারী কাজের সুনাম নস্ট ও অত্র ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুলকে কাজের মানের বিষয়ে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য মজিবর মেম্বার জোরপূর্বক বাশের দেয়া বেরিকেড ভেঙ্গে সোমবার সকাল থেকে চারটি ইটবাহী ট্রাক দিয়ে উক্ত রাস্তা ব্যবহার করে তার নিজের ব্যবসায়ীক কাজে ইট পরিবহন করতে থাকে। বিষয়টি জানতে পেরে স্থানীয় কাউন্সিলর বাবুল, মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেন সহ এলাকাবাসী জড়ো হয়ে উক্ত বিষয়ে অভিযুক্ত মজিবুরকে প্রশ্ন করলে তিনি বেরিকেড ভাঙ্গেননি বলে জানান। এদিকে প্রতক্ষ্যদর্শীরা যখন বলে যে মজিবরকে বেরিকেড ভাঙ্গতে দেখেছে তখন জনরোষে তিনি বেরিকেড ভেঙ্গেছেন বলে স্বীকার করেন এবং এটি আইন অমান্য করা হয়েছে বলেও তিনি স্বীকার করেন। এ বিষয়ে কাউন্সিলর কামরুজ্জামান বাবুল সাংবাদিকদের জানান ‘সরকারি আইন তো বটেই, এলাকার উন্নয়নমূলক কাজকে বাধাগ্রস্থ করা এবং রাস্তা ভেঙ্গে রাস্তার নির্মাণের মান নিয়ে প্রশ্ন তুলে আমার সুনাম নষ্ট করার জন্য তিনি ইচ্ছাকৃত এ কাজ করেছেন। আমি বিষয়টি নিয়ে মেয়র মহাদয়কে অবগত করবো’। এদিকে ঢালাইয়ের পরবর্তী সময় পার হবার আগে ভারী যান চালিয়ে রাস্তাটিকে ক্ষতিগ্রস্থ করায় সাবেক মেম্বার মজিবুরের বিচার দাবী করেছেন এলাকাবাসী।