বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর উপজেলার ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী মিলস্ স্কুল এন্ড কলেজের বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। সকাল নয়টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের গভর্ণিংবডির চেয়ারম্যান ও বন্দর থানা শ্রমিকলীগের সভাপতি মোঃ মোজাম্মেল হক। এ সময় বিদ্যালয়ের বয় স্কাউট ও গার্লস গাইডদের চৌকস কুচকাওয়াজ ও ব্যান্ডের শব্দে মুখরিত হয়ে উঠে বিদ্যালয়ের বিশাল খেলার মাঠ। মঞ্চে দাড়িয়ে স্কাউট ও ক্রীড়া প্রতিযোগিদের সালাম গ্রহণ করেন অনুষ্ঠানের উদ্বোধক মোঃ মোজাম্মেল হক,কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন,গভর্ণিং বডির সদস্য মোঃ মোফাজ্জল হোসেন জুনু, হাজী আলীনুর আহমেদ, মোঃ শফিউদ্দিন সোহেল, মোঃ জাহাঙ্গীর আলম ও মহিলা সদস্য বিউটি বেগম, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতি শাখা) মোঃ বোরহান উদ্দিন,সহকারী প্রধান শিক্ষক (দিবা শাখা) মোঃ নূর মোহাম্মদ খান ও বিদ্যালয়ের গভর্ণিং বডির শিক্ষক প্রতিনিধি রওশন আরা বেগম পারুল। আজ সকাল দশটায় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হবে।