বিজয় বার্তা ২৪ ডট কম
কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ এ.এস.আই এর সম্মাননা পদক পেলেন ফতুল্লা মডেল থানার এ.এস.আই কামরুল হাসান। গত সোমবার (৮ আগস্ট) সকাল ১১টায় ঢাকা ডিআইজি অফিসে অনুষ্ঠিত এক সম্মাননা প্রদান অনুষ্ঠানে ডিআইজি মো. নূরুজ্জামান এর হাত থেকে সম্মাননা পদক লাভ করেন তিনি। এ সময় ঢাকা রেঞ্জের ৩ অতিরিক্ত ডিআইজি সহ মোট ১৭টি জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফতুল্লা মডেল থানায় মাদক ও অস্ত্র উদ্ধারসহ ওয়ারেন্টের আসামী গ্রেফতারে সর্বোচ্চ ভূমিকা রাখায় তিনি এই সম্মাননা পদক লাভ করলেন। এর আগে তিনি দু’বার আইজিপি পদকসহ মোট ৫টি সম্মাননা পদকে ভূষিত হলেন এ.এস.আই কামরুল হাসান।