স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
ঢাকা জেলার আমিরসহ জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) সদস্যরা।
বৃহস্পতিবার ভোররাতে খিলগাঁও ও কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
আটকদের মধ্যে ঢাকা জেলা জেএমবি আমির আব্দুল বাতিন ওরফে খাইরুল ইসলামের নাম জানা গেছে। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।
র্যাব সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।