স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মাইকেল জে. ডিলেনি। বুধবার বিকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন তিনি। সাস্টেইন্যাবিলিটি কম্প্যাক্ট এর দ্বিতীয় পর্যালোচনা সভায় অংশগ্রহণের জন্য ঢাকায় এসছেন জে. ডিলেনি।
ডে. ডিলেনি ওই সভায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন যুক্তরাষ্ট্রের শ্রম বিষয়ক পরিচালক সারা ফক্স, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের গণতন্ত্র, মানবাধিকার এবং শ্রম (ডিআরএল) অফিস পরিচালক মাইকেল এবং আন্তর্জাতিক শ্রম বিষয়ক ব্যুরোর (আইএলএবি) ডোনোভান, যুক্তরাষ্ট্রের শ্রম দফতর (ইউএসডিওএল) এর অ্যাসোসিয়েট ডেপুটি আন্ডারসেক্রেটারি ব্রুস লেভিন এবং এরিক বিয়েল।
উল্লেখ্য, ২০১৩ সালের এপ্রিলে রানা প্লাজা কারখানা ধ্বসের প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র একসাথে একটি যৌথ উদ্যোগ নিয়েছে যা ‘বাংলাদেশের তৈরি পোশাক খাত ও নীটওয়্যার শিল্পের শ্রমিক অধিকার ও কারখানা নিরাপত্তার ক্রমাগত উন্নয়নের জন্য একটি কম্প্যাক্ট’ নামে পরিচিত। যুক্তরাষ্ট্র তাদের অংশীদারদের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। যাতে কম্প্যাক্টের প্রতিশ্রুতিগুলো বাস্তবেরূপ দেওয়ার মাধ্যমে বাংলাদেশের শ্রমিকদের শ্রম, স্বাস্থ্য ও নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়। পাশপাশি বাংলাদেশের পোশাক খাত দায়িত্বশীলতার সাথে ব্যবসা পরিচালনা করতে পারে। দ্বিতীয় পর্যালোচনা সভার জন্য প্রতিনিধি দলটি ইইউ, আইএলও এবং বাংলাদেশ সরকারের সাথে যোগ দেবে। বৃহস্পতিবার হোটেল ওয়েস্টিনে বেলা আড়াইটায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে কম্প্যাক্টের প্রতিশ্রুতিগুলোর অগ্রগতি ও অর্জন নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি ভবিষ্যৎ সম্ভাবনার দিকে আলোকপাত করা। একইসঙ্গে সকল কম্প্যাক্ট অংশীদারদের একত্রিত করবে এবং আগ্রহী অংশীদারদের জন্য বিভিন্ন আলোচনা সভার আয়োজন করবে।