রাজধানী ঢাকায় মাদক বিরোধী অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাকিল আহমেদ নামে এক মাদকব্যবসায়ী নিহত হয়েছে।
সোমবার (২৭ মার্চ) রাত ১১ টায় রাজধানী ঢাকার মোহাম্মদপুরে ডিবি পুলিশ ও র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শাকিল নিহত হয়েছে। সূত্র জানায়, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ আল মুত্তাকিন (২৭) এবং তার সহযোগী মাদক কেনাবেচাকারী শাকিল আহমেদ (২৮) মোহাম্মদপুরে এক টিক্কাপাড়া ১৯/৮ বাসায় অবস্থান করছে। তখন মাদক ব্যবসায়ীরা পুলিশ এবং র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা সেখান থেকে পালাতে চেষ্টা করে। মাদক কেনাবেচাকারীরা যখন পালিয়ে সূচনা কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছে তখন পুলিশ এবং র্যাব যৌথভাবে তাদের গ্রেফতার করার চেষ্টা করে ।
এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশ ও র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে এবং পুলিশ ও র্যাব পাল্টা গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে শাকিলকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করতে সক্ষম হলেও মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ আল মুত্তাকিন পালিয়ে যায়। শাকিলকে গ্রেফতার করার পর তার অবস্থা সংকটাপন্ন দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে ঢাকা মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক সুনীল কুমার রায় তাকে মৃত ঘোষণা করেন এবং পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
ময়নাতদন্ত শেষে পুলিশ তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। এ ব্যাপারে এক সংবাদ সম্মেলনে পুলিশ মহাপরিচালক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী বলেন, বিখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ আল মুত্তাকিন পালাতে সক্ষম হলেও এবং তার সহযোগী শাকিল আহমেদ বন্ধুকযুদ্ধে নিহত হয়েছে। তিনি বলেন, যেভাবেই হোক না কেন আমরা আব্দুল্লাহ আল মুত্তাকিনকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো।
অপর এক প্রেস ব্রিফিংয়ে র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, মাদক ব্যবসায়ী সে যে দলের হোক না কেন তাকে নির্মূল করা হবে।তিনি আরও বলেন, আব্দুল্লাহ আল মুত্তাকিন শুধু চিহ্নিত মাদক ব্যবসায়ী নয় এবং তার নামে একাদিক মামলাও রয়েছে হত্যা,রাজনৈতিক অস্থিরতা,বিশৃঙ্খলা,উস্কানি, সৃষ্টি কারি মামলা, এবং কয়েকটি মামলায় সে জামানতে আছে। আইনের চোখে সে একজন চিহ্নিত অপরাধী যে করেই হোক তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে এবং আইনের চোখে ফাঁকি দিয়ে কেউ কখনো বাঁচতে পারেনি সেও বাঁচতে পারবে না। সে বাংলাদেশ মুক্তিযুদ্ধা প্রজন্ম দল (বিনপি) আদাবর থানা সমাজ কল্যাণ সম্পাদক দায়িত্ব পালন করে আসছে। ###